হোমিওপ্যাথি দ্রুত কাজ করে
যেকোনো ছোট বা জটিল শারীরিক সমস্যায় অনেকেই আছেন অ্যালোপ্যাথির পরিবর্তে ভরসা রাখেন হোমিওপ্যাথিতে। আজকের আয়োজন মূলত তাদের জন্য।
অনেক সময় দেখা যায়, ওষুধ খাওয়ার পর তা কাজ করছে না। এমন পরিস্থিতিতে কী করবেন তা কি জানা আছে?
মনে রাখবেন, যখনই হোমিওপ্যাথি খাওয়া শুরু করবেন, তার দুই সপ্তাহ আগে থেকেই নিজের শরীরকে এ ওষুধের জন্য তৈরি করে নেবেন।
কোনোরকম নেশাজাতীয় বদভ্যাসে যুক্ত থাকলে তা ছেড়ে দিতে চেষ্টা করুন। একেবারে না পারলে অন্তত ওষুধ খাওয়ার জন্য এক মাস বন্ধ রাখুন।
এ ছাড়া আরও যে ভুলটি অনেকেই করে তা হলো, হোমিও চিকিৎসা নেয়ার পাশাপাশি অ্যালোপ্যাথি চিকিৎসাও চালিয়ে যান। মনে রাখবেন, একই সঙ্গে দু-ধরনের ওষুধ খেলে কোনো ওষুধেরই কার্যকারিতা শরীরে হয় না।
হোমিওপ্যাথি খাওয়ার আগে পানিতে ভালো করে মুখ কুলকুচি করে নিন। বিশেষত কিছু খাওয়ার পর মুখ না ধুয়ে কখনোই ওষুধ খাবেন না।
হোমিও ওষুধ খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে কিছু খাওয়া যাবে না। এমনকি পানি খাওয়া থেকেও বিরত থাকুন। হোমিও ওষুধ দানা আকারে থাকলে তা কখনোই সরাসরি হাতে নিয়ে খাবেন না। এর ফলে ওষুধে ব্যবহার করা স্পিরিট উবে যায়। তাই এ সময় পরিষ্কার টিস্যুর সাহায্য নিতে পারেন।
এভাবে খেলে এক মাসের মধ্যে ওষুধের কার্যকারিতা শতভাগ লক্ষ করা যাবে আপনার মধ্যে।
- ডক্টরস টিভি ওয়েবসাইট লিংক
- www.doctorsbd.tv
- www.doctorstvbd.com
- ডক্টরস টিভি ইউটিউব চ্যানেল লিংক
- youtube.com/c/Doctorstvchannel
- ডক্টরস টিভি ফেসবুক প্রোফাইল লিংক
- fb.com/doctorstvbdprofile
- ডক্টরস টিভি ফেসবুক পেজ লিংক
- fb.com/doctorstvofficial
- ডক্টরস টিভি ফেসবুক নিউজ পেজ লিংক
- fb.com/doctorstvnews
- ডক্টরস টিভি ফেসবুক গ্রুপ লিংক
- fb.com/groups/doctorstv
- ডক্টরস টিভি টুইটার লিংক
- twitter.com/doctorstvbd