নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা
নড়াইল, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে বক্তৃতা করেন- নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকসী, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ। এ সময় স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।