জাতীয়প্রধান খবরস্বাস্থ্য শিক্ষাঙ্গনস্বাস্থ্য সংবাদ

স্বেচ্ছায় রক্তদান

স্বেচ্ছায় রক্তদান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি  বিশ্ব এফেরিসিস সচেতনতা দিবস উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান।

উপাচার্য বলেন, রক্তদানে কোনো ক্ষতি নেই বরং রক্তদানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে রক্তদানের ক্ষেত্রে নিরাপদ রক্ত সঞ্চালনের বিষয়টি মনে রাখতে হবে। এফেরিসিস প্লাটিলেট ডেঙ্গু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে প্রথমবারের মতো বিএসএমএমইউয়ে দিবসটি পালিত হলো।

সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম।
বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ও রোগীদের জীবন বাঁচাতে রক্তের বিরাট অবদান রয়েছে এ কথা উল্লেখ করে উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দানের এবং রক্ত নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বলেই ১৯৭২ সালের ৮ অক্টোবর ট্রান্সফিউশন বিভাগ উদ্বোধন করেছেন। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীরা বর্তমানে রক্ত নিয়ে প্রচুর গবেষণা করছেন। যার কারণে রক্তের মাধ্যমে বর্তমানে অনেক জটিল রোগের সেবা বাংলাদেশেই দেয়া সম্ভব হচ্ছে।

আলোচনা সভায় অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, গবেষণা সহকারী ডা. খান আনিসুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. ফিরোজা বেগম, ডা. সুর্বণা সাহা, ব্লাড প্রোগ্রাম অফিসার ডা. নাদিয়া শারমিন তৃষা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এফেরিসিস ইউনিটে বিগত দশ বছর ধরে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আমেরিকান সোসাইটি ফর এফেরিসিস প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্ব এফেরেসিস সচেনতা দিবস পালন করছে। এফেরিসিস ডোনার এবং এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং অন্যান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *