প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রোগীদের মাঝে চেক বিতরণ

জ ই বুলবুল :
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র রোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দ্যোগে এই চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ মহিউদ্দিন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার খরচ নির্বাহে প্রতিজন কে ৫০ হাজার টাকার চেক রোগীদের মাঝে প্রদান করেন।এই কার্যক্রমটি চলমান রয়েছে। এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় ১০০ জন রোগীকে চেক প্রদান করা হয়েছিলো এবং আজ আরও ১০০ জন রোগীকে এই সহায়তা প্রদান করা হয়।

এই উদ্যোগে অসহায় শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রসংসনীয় জনকল্যাণ মূলক উদ্দ্যোগ এবং ভবিষ্যতে ধাপে ধাপে সর্বমোট ৫০০ রোগী এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সাবিনা হাসেম, অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান, অধ্যাপক ডাঃ মোহাম্মদ উল্লাহ ফিরোজ, উপ পরিচালক ডাঃ মনির আহমেদ খান, সহকারী পরিচালক ডাঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের প্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা স্টাফসহ সকল স্তরের কর্মীরা* যথাসময়ে নিজ নিজ দায়িত্বের স্থানে উপস্থিত থেকে সবার নির্ধারিত পোশাক পরিধান* এবং আইডি কার্ড দৃশ্যমানভাবে ধারণ করে কাজ করেছেন। উল্লেখ নতুন পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ যোগ দেবার পর থেকেই এবং সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন সংশ্লিষ্টদের সাথে নিয়ে হাসপাতালের মান ও দৃশ্যমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

# জ ই বুলবুল, তারিখ :
১৮ জুলাই ‘২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *