বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বেসিক লাইফ সাপোর্ট বিষয়ে প্রশিক্ষিত হলো কনসালটেন্ট-মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা
সবুজ অরণ্য।
চট্টগ্রাম প্রতিনিধি-ঃ
বোয়ালখালী। শহরতলী হিসেবেই যেটা বেশী পরিচিত সৃজনশীলতার বহুমাত্রিক মেলবন্ধনে ঋদ্ধ মানুষদের কাছে। আর এই শহরতলীর জনগণের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয় স্থল “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”। যা নিকট অতীতেও ছিলো আস্থাহিনতার মূর্ত প্রতীক।
একটা সময় ছিলো বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে, নেই ডাক্তার। নেই ঔষধ। নেই চিকিৎসা সেবা। হোক সাধারণ কিংবা মুমূর্ষু রোগী। রোগী নিয়ে স্বজনদের ছুটতে হতো জেলা সদরের হাসপাতালে।
কিন্তু আজ; পাল্টে যাচ্ছে সেবার ধরণ। সংযোজিত হচ্ছে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, যুক্ত হচ্ছে প্রশিক্ষিত জনশক্তি। দিন দিন উপজেলার সেবাপ্রার্থী জনগণের ভরসার প্রতীক হয়ে উঠছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যকর্মীদের সেবা আর আন্তরিকতায় সেড়ে উঠা সেবা প্রত্যাশীরা প্রশংসায় পঞ্চমুখ।
সে ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ জুলাই) এভারকেয়ার হাসপাতাল’র কারিগরি সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হলো “বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ’ কর্মশালার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আস্থাশীল স্বাস্থ্যসেবার রূপকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি।
তিনি আজকের আয়োজিত কর্মশালার বিষয়ে ডক্টরস নিউজকে জানান, রোগীর জীবন যখন সংকটাপন্ন তখন
প্রতিটি সেকেন্ডই মহা মূল্যবান। আর হৃদরোগ কিংবা পক্ষাঘাতগ্রস্থ রোগীর ক্ষেত্রে সেটা আরো ভয়াবহরূপ ধারণ করে।
সে প্রেক্ষিতে স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার অংশ হিসেবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা উন্নীতকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আমরা আজ সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স ও স্যাকমোদের নিয়ে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম’র সহায়তায় আজ বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ’র আয়োজন করা হয়। যাতে মুমূর্ষ রোগী জেলা সদর হাসপাতালে রেফার করা অনিবার্য হয়ে পড়লেও যেন জীবন বাঁচানোর উপযোগী করে পাঠানো যায়।
তিনি আরো বলেন, নিকট আগামীতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীর দ্বিতীয় ধাপের সেবা যেন নিশ্চিত করতে পারি সে প্রয়োজনীয়তা উপলব্ধি করে আজ এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সদের নিয়ে পর্যায়ক্রমে আরো বড় পরিসরে ট্রেনিংটি বিভিন্ন ধাপে চলমান রেখে হাসপাতালের জরুরি বিভাগকে উন্নত করা।
বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিনিয়র কনসালটেন্ট ও জেনারেল সার্জান ডা. রিভুরাজ চক্রবর্তী। যিনি জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করে চলেছেন হাসপাতালগুলোতে ওয়ান স্টপ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চালু করতে।