সেবায় ব্রত হয়ে কাজ করছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
গাজীপুর প্রতিনিধি : সুফিয়া আক্তার সিমা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সেবার ব্রত হয়ে কাজ করে যাচ্ছেন।
এটি একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল। ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, প্যাথলজি,তথ্য ও সেবা কেন্দ্র, অপারেশনের সুযোগ, এম্বুলেন্স সার্ভিস সহ নানা ধরনের সুযোগ সুবিধা। গাজীপুর জেলার সদর উপজেলা জয়দেবপুরে অবস্থিত এই হাসপাতালটি গাজীপুর ও আশেপাশের অনেক মানুষের চিকিৎসা সেবা পাওয়ার নির্ভরযোগ্য হাসপাতালে পরিনিত হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা বিভাগ, সরকারি প্রনোদিত তিন বেলা খাবার,নিয়মিত ঔষুধ সরবরাহ করা হয়।মাত্র ১০ টাকার টিকিটে সকল ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।ভর্তি রোগীর জন ফি মাত্র ২০ টাকা।সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশে সকল শ্রেনী পেশার মানুষের জন্য চিকিৎসা সেবা প্রধান করা হয়।এটি সম্পুর্ণ সরকারি হাসপাতাল। আপনার যে কোন ধরনের চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় ও টাকার অপচয় হ্রাস করে সুস্থ জীবন যাপন করুন!
- ডক্টরস টিভি ওয়েবসাইট লিংক: www.doctorsbd.tv/
- ডক্টরস নিউজ ওয়েবসাইট লিংক: www.doctorsnewsbd.com
- ডক্টরস টিভি ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/Doctorstvchannel
- ডক্টরস টিভি ফেসবুক প্রোফাইল লিংক: https://www.facebook.com/Doctorstvbdprofile/
- ডক্টরস টিভি ফেসবুক পেজ লিংক : https://www.facebook.com/Doctorstvofficial/
- ডক্টরস টিভি ফেসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/doctorstv
- ডক্টরস টিভি ফেসবুক নিউজ পেজ লিংক: https://www.facebook.com/doctorsnewsofficial