স্বাস্থ্য সংবাদ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা সম্প্রসারণের প্রেক্ষাপট নিয়ে কিছু তথ্য

জ ই বুলবুল :

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে Acute Myocardial Infarction রোগীদের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রাইমারি পিসিআই কয়েক বছর ধরে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। যা রোগীদের জন্য আশার প্রতিফলন ঘটেছে। সম্প্রতি
মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব ও পরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২৫ সালের ১২ জুলাই থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।

প্রাইমারি পিসিআই কী? :

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি।

হার্ট অ্যাটাকের ১২ ঘণ্টার মধ্যে রোগী হাসপাতালে এলে হার্টের ব্লক সরিয়ে স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

এভাবে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ স্বাভাবিক করে রোগীর জীবন রক্ষা করা হয়।

উন্নত বিশ্বে এ চিকিৎসা বহু বছর ধরে প্রচলিত এবং এখন বাংলাদেশেও সরকারি পর্যায়ে দেওয়া হচ্ছে।

গরিব রোগীদের জন্য সুবিধা :

বাজারে স্টেন্টের দাম অনেক বেশি হলেও, সরকারি বরাদ্দের মাধ্যমে অসচ্ছল রোগীরা বিনামূল্যে স্টেন্ট পাচ্ছেন।

কিছু প্রয়োজনীয় ওষুধ রোগীকে কিনতে হলেও, সামগ্রিক ব্যয় বেসরকারি খরচের তুলনায় অতি সামান্য।

সরকারি বরাদ্দ থাকলে এই সেবা গরিব রোগীদের জন্য অব্যাহত রাখা সম্ভব হবে।

চাহিদা ও প্রয়োজনীয়তা:

প্রতিদিন গড়ে ৫-৬ জন রোগীর স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

বছরে প্রায় ১,৫০০ থেকে ১,৬০০ স্টেন্ট প্রয়োজন।

স্টেন্ট সরবরাহ নিশ্চিত হলে হাজারো রোগী উপকৃত হবে।
এ প্রসঙ্গে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী র সাথে কথা বলতে চাইলে পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী পরিচালক ডা.মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন,
ইনশাআল্লাহ, সরকারি সহায়তায় প্রাইমারি পিসিআই সেবা অব্যাহত থাকলে দেশের হৃদরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে, এবং অসংখ্য রোগীর জীবন বাঁচানোও সম্ভব হবে। সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্ব পালন করলে সেবার ব্রত হয়ে আরো কাজ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *