ডেলটা নতুন অডিটোরিয়াম উদ্বোধন
চিকিৎসা খাতে জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে উৎসবমুখর পরিবেশে ডেলটা মেডিকেল হাসপাতাল লিমিটেড এর নতুন অডিটোরিয়াম (প্রশিক্ষণ কেন্দ্র)-এর উদ্বোধন করা হয়েছে
চিকিৎসা খাতে জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে উৎসবমুখর পরিবেশে রাজধানীর মিরপুরে ডেলটা মেডিকেল হাসপাতাল লিমিটেড এর নতুন অডিটোরিয়াম (প্রশিক্ষণ কেন্দ্র)-এর উদ্বোধন করা হয়েছে
মঙ্গলবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতাল লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. এ. কে. এম খায়রুল আনাম চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বকর সরোয়ার আহমেদ, এনডিসি, পিএসসি (অব.)।
এ আয়োজনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইনস্টিটিউট হাসপাতালের সাবেক অনকোলজি বিভাগের প্রফেসর ডা. কাজী মনজুর কাদের, যিনি বর্তমানে সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল অনকোলজি। ডেলটা মেডিকেল হাসপাতাল এর।
তিনি বলেন,আমরা বিশ্বাস করি এই ট্রেনিং সেন্টার ভবিষ্যতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক : জ ই বুলবুল