সতর্কতা জরুরী: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সুফিয়া আক্তার সিমা, স্বাস্থ্য প্রতিবেদক :
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭৩ জন রোগী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, উত্তর সিটিতে ৫৪ জন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৭৬ জন রয়েছেন।
এছাড়া বরিশালে ১১৩ জন, চট্টগ্রামে ৮১ জন, রাজশাহীতে ৪৮ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯১ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৮১৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৩২ হাজার ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯.৭ শতাংশ পুরুষ এবং ৪০.৩ শতাংশ নারী।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২৫ জনে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।