উৎসব মুখর পরিবেশে টাইফয়েড টিকা ক্যাম্পেইন’র উদ্বোধন
সবুজ অরণ্য ।
চট্টগ্রাম অফিস -ঃ
সরকার ঘোষিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সারাদেশের মতো শহরতলি বোয়ালখালীতেও টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে আজ।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বেঙ্গুরা কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির আসন অলংকৃত করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, ডাঃ নিগহাত জেবিন, ডাঃ রাজেশ্রী চৌধুরী, ডাঃ তোফায়েল আহমদ, ডাঃ মাসুদুল আলম, ডাঃ শারমিন আকতার ও কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমি বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই টিকা শুধু শিশু- কিশোরদের টাইফয়েড বিহীন সুস্বাস্থ্য নিশ্চিত করেনা; নিশ্চিত করে একটি সুস্থ আগামী প্রজন্মের। যারা প্রতিনিধিত্ব করবে সমাজ, রাষ্ট্র তথা দেশের। সুন্দর আগামী বিনির্মাণে যেমন মননশীল মানুষ দরকার; তেমনি এই মননশীল মানুষকে সুস্থ সবল মানুষ হিসেবে তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করবে এই টিকা”।
অনুষ্ঠানের সভাপতি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ” অভিভাবকদের সচেতনতা, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সবার আন্তরিক প্রচেষ্টায় ইতিমধ্যে আমরা প্রায় শতভাগ নিবন্ধন সম্পন্ন করতে সফল হয়েছি। সবার প্রত্যাশা বোয়ালখালী উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়েসী একটি শিশু-কিশোর যেন এই টিকা গ্রহণ করা থেকে বাদ না যায়”। শহরতলি বোয়ালখালী যেন স্বীকৃতি পায় টাইফয়েড মুক্ত উপজেলা হিসেবে।
টিকাদান ক্যাম্পেইন সূচারুভাবে সম্পন্নকরণে তিনি আরো উল্লেখ করেন, টিকাদান পরবর্তী আকস্মিক পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালে আলাদা ওয়ার্ড স্থাপন করা হয়েছে। মজুত করা হয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী। এছাড়া স্বাস্থ্যকর্মীদের থেকে বাছাই করে প্রশিক্ষিত কর্মী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে পর্যবেক্ষক টিম। এই পর্যবেক্ষক টিমকে সার্বক্ষনিক পরামর্শ, যোগাযোগ ও সহযোগিতার জন্য দায়িত্ব দেয়া হয় দুইজন ফোকালকে। তাঁরা হলেন, ডাঃ তোফায়েল আহমদ ও ডাঃ মাসুদুল আলম।
এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনীতে সার্বিক সহযোগিতার জন্য ডাঃ জাফরিন জাহেদ জিতি
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিডি ক্লিন- বোয়ালখালী শাখা, রোভার স্কাউটস প্রতিনিধি, রেড ক্রিসেন্ট প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, এই টিকাদান কর্মসূচীর সফল বাস্তবায়ন কৌশলের অংশ হিসেবে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন কর হয়।
ঐদিন পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা’র উপস্থিতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম। বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানা। বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সবুজ অরণ্য, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম মানিক, এম. মনির উদ্দীন চৌধুরী রানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো
জানান, আজ ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ইপিআই কার্যক্রমের আওতায় “টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’২৫ – এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৭২ হাজার ৬ শত ৪৩ জন শিশু কিশোর এই টিকা কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবে।
টিকা প্রদান প্রণালীতে রয়েছে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৭৬ টি
কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ হাজার ৩ শত ৮৭ জনকে টিকা প্রদান করার পাশাপাশি ২১১ টি কমিউনিটি কেন্দ্রে ২০ হাজার ২শত ৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।
আজ থেকে শুরু হওয়া কর্মসূচী শিক্ষা প্রতিষ্ঠানে চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। পরবর্তী কমিউনিটি কেন্দ্রে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।