টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু
জ. ই বুলবুল
প্রধান প্রতিবেদক: ডক্টরস নিউজ
১২ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর স্কুল পর্যায়ে আর ১লা নভেম্বর থেকে ১৩ই নভেম্বর কমিউনিটি পর্যায়ে এই টীকা দেয়া হবে।
কাদের দেয়া যাবে টিকা :
দেশের ৯ মাস থেকে ১৫ বছর এর কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু এই টিকা পাবে।
১ আগস্ট থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে।
এ ক্ষেত্রে মা-বাবার মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে।
জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের মাধ্যমে https://www.vaxepi.gov.bd/ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে
রেজিস্ট্রেশন এর সময় ৩০শে সেপ্টেম্বর অবদি।
নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
https://www.youtube.com/@DoctorsNewsbd
https://www.youtube.com/@Doctorstvchannel
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এর উপসর্গ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য এবং কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া। উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে এবং অনেক ক্ষেত্রে অন্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়। তাছাড়া ঘরে ঘরে এখন ভাইরাস জনিত জ্বরের প্রকোপ বেড়েছে। আসলে জ্বর কোন রোগ নয় রোগের উপসর্গ। তা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করা দরকার। আসুন এবার” টাইফয়েড জ্বর” প্রতিরোধে টিকা নিব দল বেধে।
লেখক :
জনসচেতনতায়
ডা. কিশলয় সাহা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।