সারাবাংলা

নড়াইলে ভুয়া ডাক্তারকে ৭৫ হাজার টাকা জরিমানা

নড়াইল: জেলার কালিয়ায় অনুমোদনহীন নাবিল সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া ডাক্তার নাইম মোল্লাকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাচুড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।

নাইম উপজেলার চাচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আমির হোসেন ওরফে লেদু মোল্যার ছেলে।
এ সময় নাইমের স্বজনেরা তার জরিমানার টাকা পরিশোধ করে। এছাড়া ক্লিনিক পরিচালনার জন্য বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত সেটি বন্ধ রাখাতে বলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাচুড়ি বাজারে অনুমোদন না নিয়ে নাবিল সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন নাইম মোল্যা। নিজে কোনো ধরনের টেকনিশিয়ান না হয়ে একাই রক্ত, প্রস্রাব পরীক্ষা ও এক্স-রে করেন। আবার ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার যুক্ত করে ৫০ টাকা ফি নিয়ে রোগী দেখেন।

এসব অভিযোগের ভিত্তিতে দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পেয়ে নাইমকে আটক করে কালিয়া ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে অপরাধ পর্যালোচনা করে বিকেল ৫টার দিকে মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ (২) ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন বাংলানিউজকে বলেন, নাইম ক্লিনিক পরিচালনার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া প্যাডে নিজেকে চিকিৎসক লিখলেও প্রয়োজনীয় কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকায় এ জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *